মায়ের সঙ্গে অভিমান করে পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের ভান্ডরিয়ায় আয়শা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার পশারিবুনিয়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আয়শা আত্মহত্যা করেছে। নিহত আয়শা উপজেলার পশারিবুনিয়া গ্রামের বাদশা হাওলাদার এর মেয়ে। সে স্থানীয় ওয়ারেচ আফছারিয়া দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখা পড়া করত।


নিহত আয়শার মা তহুরা বেগম জানান, সকালে তুচ্ছ ঘটনা নিয়ে তার সঙ্গে মেয়ের কথাকাটি হয়েছিল । এতে সে অভিমান করে। পরে সে পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়লে  সকাল সাড়ে নয়টার দিকে ঘরের আড়ার সঙ্গে  গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ এস,এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।মেয়েটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।


Categories: অন্যান্য,জাতীয়,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ