“এসো শহীদের রক্ত শপথে বলিয়ান হয়ে সত্য ও সুন্দরের আরাধনা করি” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার ২১ তম জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কার্যালয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শান্তনু হালদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি দীলিপ কুমার পাইক, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ডাঃ তপন বসু, এডভোকেট বাহাদুর হোসেন, কৃষ্ণ গুহ প্রমুখ। সভা সঞ্চালনা করেণ সংগঠনের সাধারণ সম্পাদক শাহানা মুন্নি।
কাউন্সিল অধিবেশনে জেলার প্রায় শতাধিক ছাত্র প্রতিনিধি অংশগ্রহন করে। শেষে সর্ব সম্মতিক্রমে শাহানা মুন্নিকে সভাপতি,আব্বাস তালুকদারকে সাধারণ সম্পাদক ও আরিফিন শুভকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়।