বরিশালে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাংচুর

বরিশালের বাকেরগঞ্জে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত সোহাগ ফকির নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহাগ ফকির বাকেরগঞ্জ উপজেলার পাটিকরপাড়া গ্রামের মোঃ আকরাম ফকিরের ছেলে রাধাগোবিন্দ মন্দিরের মালিক সমির চন্দ্র বাদী হয়ে সোহাগকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।


বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম জানান, শনিবার দিবাগত রাত ১১ টার দিকে সোহাগ মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করে। কেন প্রতিমা ভাংচুর করলো সে বিষয়ে এখনো জানা যায়নি। কিন্তু সোহাগের কথা বার্তা  দেখে মনে হয়েছে সে মানসিকভাবে কিছুটা ভারসম্যহীন। তবে যেহেতু ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে। সে জন্য সোহাগকে গ্রেফতার করা হয়েছে।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ