ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল গ্রাম থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকালে ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল গ্রামের লতিফ মোল্লার পরিত্যক্ত দোকান ঘরের মেঝেতে খড় কুটোর ওপরে থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানার পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস,এম মাকসুদুর রহমান জানান, ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল গ্রামের লতিফ মোল্লার পরিত্যক্ত দোকান ঘরের মেঝেতে খড় কুটোর ওপরে অজ্ঞাত ওই নারীর লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশ কে খবর দিলে পুলিশ বিকালে ওই নারীর লাশ উদ্ধার করে।
অজ্ঞাত লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আরো জানান ওসি এস,এম মাকসুদুর রহমান।
এদিকে পিরোজপুর পুলিশ সুপার মো.হায়াতুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।