যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারী ও শিশু সংবেদনশীল শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন বিষয়ে প্রত্যয় প্রকল্পের যুব কনভেনশন ও প্রকল্প সমাপনি অনুষ্ঠান ২৪ আগষ্ট ২০১৯ তারিখ শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এডঃ শহিদুল ইসলাম চেয়ারম্যান ১নং শিকদারমল্লিক ইউনিয়ন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার, পিরোজপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রবীর কুমার বড়াল, অধ্যক্ষ,ডাঃ এসকেমজুমদার কৃষি ও কারিগরী মহাবিদ্যালয় শিকদারমল্লিক, কাজী মুজিবুর রহমান,সভাপতি এসএমসি এবং শাহিনুর সেলিম সুজন প্রোগ্রম অফিসার (বিএফআই প্রজেক্ট)একশনএইড বাংলাদেশ। অন্যান্যদের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক, জন প্রতিনিধি,সাংবাদিক,স্বাস্থ্যকর্মী, শিক্ষানুরাগী ব্যাক্তি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। স্ভায় ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের ১৮০জন যুব সদস্য উপস্থিত ছিলেন।সভায় স্বাগত বক্তব্যদেন জিয়াউল আহসান নির্বাহী পরিচালক পিরোজপুর গণ উন্নয়ন সমিতি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব শক্তিই হচ্ছে একটি দেশের ভবিষ্যৎ। আপনারা এই ইউনিয়নে যে কাজটি করছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি আপনাদের দেখাদেখি অন্যান্য যুবকেরাও এ কাজে এগিয়ে আসবে। প্রধান অতিথি বলেন, মাদক, নারীনির্যাতন, ইভটিজিংসহ সকল অপরাধমূলক কাজ বন্ধে যুবদের আরও সোচ্চার হতে হবে। তিনি বলেন এ জাতীয় অনুষ্ঠানে আসতে এবং কথা বলতে আমার ভাল লাগে। সমাজ, দেশ ও জাতীর উন্নয়নে যুবদের নিরলস প্রচেষ্টা কখনও ব্যর্থ হতে পারে না। এরকম একটি সুন্দর আয়োজনের জন্য তিনি পিরোজপুর গন উন্নয়ন সমিতিকে ধন্যবাদ জানান। উত্তম চৌধুরী প্রকল্প সমন্বয়কারী সভাটি পরিচালনা করেন। একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতি এই সভার আযোজন করে।
পিরোজপুরে প্রত্যয় প্রকল্প’র যুব কনভেনশন ও প্রকল্প সমাপনি সভা অনুষ্ঠিত
Categories: জাতীয়,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ