পিরোজপুরে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত


“শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মেলা শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে পিরোজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক এস এম আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মোঃ জাফর, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি, জেলা রেঞ্জ অফিসার মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা বিভাষ চন্দ্র মজুমদার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইন্দুরকানী উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা। মেলায় বিভিন্ন নার্সারির ফলজ, বনজ, ভেষজ ও ফুলের মোট ২৪টি স্টল অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ী নার্সারী মালিকদের পুরষ্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়।



Categories: অন্যান্য,জাতীয়,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ