সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারি, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও পেশাজীবীদের সাথে মতবিনিময় ও গণ শুনানি করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর রশিদ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অালহাজ্ব অধ্যক্ষ শাহ্ মোঃ মন্জুর মোরশেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি)মোঃ সোহরাব হোসেন, অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শাহিনুর রহমান শাহিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মমতাজ বেগম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন কৃষি অফিসার মোঃ মাহফুজ অালম, উপজেলা এলজিইডি অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ শফিউল অালম, অগ্রহণী ব্যাংকের ম্যানেজার জনাব মোঃ মমতাজ অালী, জনতা ব্যাংকের ব্যাবস্থাপক মিজানুর রহমান, নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম চৌধুরী সহ ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণসহ বিভিন্ন অধিদপ্তরের অফিসার বৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।