যে জাতির গর্বের ইতিহাস থাকেনা সে জাতি সামনে আগাতে পারেনা ………. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এ্যাড শ. ম. রেজাউল করিম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে উন্মুক্ত কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর আয়োজনে উন্মুক্ত কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এ্যাড শ. ম. রেজাউল করিম বলেন, প্রত্যেকের একটা ইতিহাস থাকে। যে জাতির গর্বের ইতিহাস থাকেনা সে জাতি সামনে আগাতে পারেনা, আমাদের ইতিহাসকে ধ্বংস করে দিয়ে ছিল সামরিক শাসক জিয়াউর রহমান, এরশাদ এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সময়ও সঠিক ইতিহাসকে সামনে আসতে দেয়নি। সত্য ইতিহাসকে আসতে দেয়নি। এ সময় মন্ত্রী আরো বলেন, যারা ৭১ এ হেরে গিয়েছিল তারাই দেশ ও দেশের সত্ত্বাকে হত্যার জন্যই ৭৫এ বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আজকের দিনে আমার একটাই আহ্বান তোমাদের সকলকে মুক্তিযুদ্ধের ও মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস জানতে হবে।
সভায় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। পুরস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব।


mde

Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ