স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধ মঞ্চ পিরোজপুর জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি পদে নিযুক্ত হলেন ফারমিন মৌলি এবং সাধারন সম্পাদক পদে নিযুক্ত হলেন সাজ্জাদ হাসান। তাদের হাতে কমিটি তুলে দেন মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক ড. আ.ক.ম জামাল উদ্দিন স্যার এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন ।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মোহাম্মদ নাঈমুল ইসলাম জানান, ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের ফলে এবং ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে, মুক্তিযুদ্ধের চেতনায়, এবং মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ।মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির কাছে পিরোজপুর জেলা থেকে বেশ কিছু ক্যান্ডিডেট তাদের সিভি পাঠায় এসকল সিভি যাচাই-বাছাই করে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি ফার্মিন মৌলি কে (সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ,সাবেক সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলা শাখা)সভাপতি এবং সাজ্জাদ হাসান কে (সাবেক উপ-দপ্তর বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, পিরোজপুর জেলা শাখা , ও বর্তমান সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখা) সাধারণ সম্পাদক হিসাবে যোগ্য মনে করে।মুক্তিযুদ্ধ মঞ্চ বিশ্বাস করে মুক্তিযুদ্ধ মঞ্চ পিরোজপুর জেলা শাখা মুক্তিযুদ্ধের চেতনায় বিকাশিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ে ভূমিকা রাখবে। এ সময় তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তিনি নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানান।