ভান্ডারিয়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


মোঃ বাদল, ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ার চড়াইল গ্রামে গতকাল শনিবার সকালে গাছ থেকে পড়ে আল আমিন গাজী (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত আল আমিন উপজেলার চড়াইল গ্রামের মকবুল গাজীর ছেলে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে চড়াইল গ্রামে আল আমিন গাজী রেইনট্রি গাছ কাট ছিলেন। সকাল ১০টার দিকে গাছের একটি ডাল কাটার সময় তিনি গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Categories: অন্যান্য,টপ নিউজ,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ