ইন্দুরকানীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু


পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে । মঙ্গলবার রাতে উপজেলার বালিপাড়া বাজারে এ ঘটনা ঘটে । জানা যায়, উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের জাফর হাওলাদারে ছেলে মোঃ আবির (৮) বালিপাড়া বাজারে এক আত্মীয় বাসায় বেড়াতে গেলে বিকালে ওই বাসার ছাদে খেলতে উঠে । কিন্তু বাসার পাশে আঃ রহিম খানের টিনের চালায় বিদ্যুৎতের তার ছেড়া থাকায় টিনটি বিদ্যুতায়িত হয়ে যায় । আবির খেলতে খেলতে টিন্রে চালায় হাত দিলে সে বিদুৎ স্পর্শে অজ্ঞান হয়ে পড়ে । পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে দ্রæত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন । চিকিৎসক জানান স্কুল ছাত্রটি বিদ্যুৎস্পর্শে মারা গেছে । স্কুল ছাত্র আবির ঢেপসাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, স্কুল ছাত্র বালিপাড়া বাজারে আব্বাসের বাসায় বেড়াতে আসলে পাশ্ববর্র্তী বাসায় টিনের চালায় বিদ্যুতায়িত থাকায় স্কুল ছাত্র টিনের ছালায় উঠলে ঢলে পড়ে যায় । পরে তাকে হাসাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।



Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ