পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা ইন্দুরকানী উপজেলায় মটরসাইকেল আরোহীর হামলায় পুলিশের এএসআই আহত হয়েছে। আজ শনিবার ইন্দুরকানী উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান। এ ঘটনায় ইন্দুরকানী থানার এএসআই মো: আব্বাস আহত হয় এবং হামলাকারী মো: তৌকির কে গ্রেপ্তার করেছ পুলিশ।
গ্রেপ্তারকৃত মো: তৌকির বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী এলাকার মো: আলাউদ্দিনের পুত্র।
ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, ইন্দুরকানীর কলেজ মোড় এলাকায় পুলিশের চেকপোষ্ট চলাকালীন বালিপাড়া এলাকা থেকে ইন্দুরকানীর দিকে যাওয়ার সময়ে তাদের থামতে পুলিশ সংকেত দিলে তারা মটরসাইকেল প্রথমে থামাতে চাইনি। পরে পুলিশের এএসআই আব্বাস আবার সংকেত দিলে চেকপোষ্টের দুরে গিয়ে মটরসাইকেল থামায়। এ সময় পুলিশের সাথে তৌকির বাক-বিতন্ডা হয় এবং এক পর্যায়ে পুলিশের এএসআই আব্বাসের উপর হামলা চালায়।
এ সময় চেকপোষ্টে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা এএসআই আব্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হামলাকারী তৌকিরকে আটক করে।
ওসি মো: হাবিবুর রহমান আরো জানান, এ ঘটনায় হামলাকারী তৌকিরের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা দান ও পুলিশের উপর হামলার অভিযোগের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।