পিরোজপুরের ইন্দুরকানীতে অভিমানী মেয়ের আত্মহত্যার খবরে মায়ের মৃত্যু

ইন্দুরকানী প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা করেছে। আর মেয়ের আত্মহত্যার খবরে মৃত্যু হয়েছে মায়ের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের সাথে অভিমান করে বৃহস্পতিবার সন্ধ্যায় কীটনাশক পান করেন রেশমা আক্তার (১২)। রাতেই তার মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে শুক্রবার সকালে মারা গিয়েছেন মা মিনারা বেগম (৪৫)। মা ও মেয়ের মৃত্যুতে ওই পরিবারে চলছে শোকের মাতম। রেশমা উপজেলার উত্তর বালিপাড়ার জব্বার বেপারীর মেয়ে। সে উত্তর বালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী।


রেশমার ভাবী শিল্পী আক্তার জানান, বৃহস্পতিবার বিকালে রেশমাকে তার মা মিনারা বেগম ঘর গৃহস্থলির কিছু কাজ করতে বলেন। কিন্তু রেশমা সে কাজ করতে অপারগতা প্রকাশ করেন। ফলে মা ও মেয়ের মাঝে বাকবিতান্ডতার সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মা মিনারা মেয়ে রেশমাকে জুতা পিটা করে গালাগাল করেন। পরে সন্ধ্যায় স্কুল ছাত্রী রেশমা মায়ের সাথে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। এসময় স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে রেশমা মারা যায়। রেশমার মৃত্যুর খবর শুনতে পেয়ে তার মা মিনারা বেগম (৪৫) রাতে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সকালে মারা যায়।

ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন জানান, মাঠ থেকে হাঁস না আনায় মা মিনারা বেগম মেয়ে রেশমাকে জুতাপেটা করায় অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা রেশমা। এ খবর শুনে রেশমার মা মিনারা বেগম ষ্ট্রোক করে মারা যায়। রেশমার লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা রয়েছে।


Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ

ব্রেকিং নিউজ