নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের আয়োজনে ও পল্লী সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় আন্তঃ বিদ্যালয় ফুটবল ও কাবাডি প্রতিযোগীতা শুরু হয়েছে। শনিবার সকালে এ প্রতিযোগীতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। রিকের প্রোগ্রাম অফিসার আ ফ ম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিকের এরিয়া ম্যানেজার মোঃ রইস উদ্দিন, ডিবির ইন্সপেক্টর হাসনাইন পারভেজ, রিকের কেন্দ্রীয় যৌন হয়রানী প্রতিরোধ কমিটির যুগ্ম আহবায়ক মিশু রহমান, সাপোর্ট এর প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর উদ্দিন শেখ প্রমুখ।
পিরোজপুরে আন্তঃ বিদ্যালয় ফুটবল ও কাবাডি প্রতিযোগীতা শুরু
Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ