বঙ্গবন্ধু তনয়া, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে ৭৩ টি গাছ লাগিয়ে উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে পিরোজপুরে জেলা ছাত্রলীগ। আজ রোববার জেলা ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম টিটু এর নেতৃত্বে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত খান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বারী তালুকদার জয়েন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম সাজিদ, সাবেক দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইমন সবুজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোরশেদ শুভ্র, কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীযুষ আইচ সহ জেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।