মোঃ আবীর হাসান, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক বলেছেন, আমি বসন্তের না আমি সারা বছরের কোকিল। আওয়ামীলীগ সরকার শ্রমিক বন্ধব সরকার। এই সরকারের আমলে শ্রমিকদের উন্নয়ন হয়েছে। আপনাদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে যেকোনো প্রয়োজনে আমি আপনাদের সাথে আছি। সোমবার সকালে জেলা অনামিকা হল মিলনায়তনে পিরোজপুর জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের আয়োজনে ইউনিয়নের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, মানুষের সেবাই পূণ্যের কাজ। আপনাদের উপদেষ্টা না আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের মাঝে বেচে থাকতে চাই। আমার ইচ্ছা আমি সাধারণ মানুষের সেবা করে তাদের ভালোবাসায় বেচে থাকতে চাই। মানুষকে জীবনের শেষ দিন পর্যন্ত যেনো দুহাত ভরে দান করতে পারি। অনুষ্ঠানে জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আশিষ কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান মাসুম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। শ্রমিক সমাবেশে জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমি বসন্তের না আমি সারা বছরের কোকিল- পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক
Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ