পিরোজপুরে পুলিশের কাছে ৬ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পুলিশ সুপারের কাছে ৬ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন।

রোববার (২০ অক্টোবর) বিকেলে তেলিখালী ইউনিয়ন পরিষদ মাঠে মাদকবিরোধী এক সমাবেশে তারা আত্মসমর্পণ করেন।


এ সময় তাদের পুনর্বাসনে প্রত্যেকের হাতে রিকশা ও ভ্যানের চাবি তুলে দেয়া হয়। তারাও সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন।

পরে তেলখালী ইউনিয়ন পুলিশ ক্যাম্পের জন্য পুলিশ সুপারের কাছে একটি গাড়ির চাবি হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।


Categories: টপ নিউজ,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ