এম এ মুন্না : পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত তহবিলে থকে খাবার বিতরণ করেছে কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া। আজ রোববার দুপুরে কাউখালী উপজেলার সরকারি কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হবার পরপরই তাদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম জানান, উপজেলায় ১ হাজার ১ শত ৯৪ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় কাউখালী উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয়। তবে পরীক্ষা থেকে শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণের বিষয়টি খুবই ভালো। এতে করে পরীক্ষার্থীরা আরো লেখা-পড়ার দিকে আরো উৎসাহ পাবে।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক সুব্রত বড়–য়া জানান, পরীক্ষার্থীদের মাঝে এই খাবার বিতরণটা তাদের মাঝে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি করেছে। এই উদ্যোগকে শিক্ষকরা স্বাগত জানিয়েছে কাউখালী উপজেলা চেয়ারম্যানেকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।
কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া বলেন, বিগত দিনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকা কালীন সময়ে পরীক্ষা হল পরিদর্শনের সময় তার উপলব্ধী হয় দুই তিন ঘন্টা পরীক্ষা দেবার পর অল্প টিফিনের ব্যবস্থা করলে পরীক্ষার্থীরা উৎসাহিত ও আনন্দিত হবে। সেই সময় থেকে প্রথমে ইউনিয়ন পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে টিফিনের ব্যবস্থা করেছি। এখন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাবার পরে এখন থেকে উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের লেখা-পড়ার আরো উৎসাহ দিতে পরীক্ষার পরে এই খাবারের আয়োজন।
এদিকে এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগকে অভিভাবকরা ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।