পিরোজপুরে বিজয়ের মাসের প্রথম প্রহরে শহীদ স্মৃতি বেধীতে মোমবাতি প্রজ্বলন


পিরোজপুরে বিজয়ের ডিসেম্বর মাসের প্রথম প্রহরে শহীদ বেধীতে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১ ডিসেম্বর প্রথম প্রহরে পিরোজপুর ইয়ূথ সোসাইটি এর আয়োজনে শহরের পুরতন খেয়াঘাটের শহীদ স্মৃতি ঘাটে এ মোমবাতি প্রজ্জলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, উদীচী পিরোজপুর জেলা সাধারন সম্পাদক খালিদ আবু, পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, সমাজসেবক আজমুল হুদা নিঝুম, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক তামিম সরদার, পিরোজপুর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রক্তিম ঢালী, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, দি গ্র্যাজুয়েট ক্লাব,পিরোজপুরের প্রচার সম্পাদক ফেরদৌস রহমান, বৃত্ত নিউজ ডটকমের প্রকাশক ও নিউ চিপস এ্যান্ড বাইটসের সত্বাধীকারী মাহাবুবুল আলম মুন্না সহ পিরোজপুর ইয়ূথ সোসাইটির সদস্যরা।
পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান বলেন, ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সাক্ষর বিজয়ের মাস। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূ-খণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। তাই বিজয়ের মাসে তরুন সমাজের কাছে মুক্তিযুদ্ধে চেতনা ছড়িয়ে দিতে কাজ করছে পিরোজপু ইয়ূথ সোসাইটি।


Categories: বরিশাল বিভাগ,সারাদেশ

ব্রেকিং নিউজ