পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন মৌলির সড়ক দুর্ঘটনায় মৃত্যু তে, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে জেলা ছাত্রলীগ পিরোজপু।
১৩ ডিসেম্বর শুক্রবার পিরোজপুর আওয়ামী অফিসে আছর বাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনিরুজ্জামান অনিক সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা ছাত্রলীগ, ইফতেখার মাহমুদ সজল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা ছাত্রলীগ, আমিলম ইসলাম লিয়ন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা ছাত্রলীগ, পান্থ হালদার সভাপতি, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ, রাব্বি ইসলাম অপু সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ, তারিকুল ইসলাম তাপস আহবায়ক, নাজিরপুর উপজেলা ছাত্রলীগ সহ আরো ছাত্রলীগ কর্মীরা।