ক্লান্ত বিকেলে কাজের ফাকে কফির মগে
চুমুক দিতে গিয়ে অন্যমনষ্ক আমি তোমাকেই ভাবি,
তুমি আমাকে ভাবো আর না ভাবো,
আমার ভাবনায় দস্যু হয়ে তোমারই প্রবেশ বারবার।
হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে
যখন আনমনে হাঁটি, তোমার কথাগুলি
বৃষ্টির সুরের সাথে কানে বাজতে থাকে।
মনে হয় ভেজা রাস্তা,জমে থাকা পানি,
আমার হেঁটে চলা তোমাকে দেখাই।
ভীরের মধ্যে চলার সময়
সতেচন আমার ভাবনায়ও তুমিই থাকো।
তোমার ভাবনায় থাকি আর না থাকি।
কখনো কখনো মনে হয়,
ভীড় এড়িয়ে তোমাকে নিয়ে কোন কফি-শপে বসি,
তোমার গল্প শুনি,শুধু তুমিই বলবে,আমি শুনব।
উম্মে সায়মা
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইন্জিনিয়ারিং
ঢাকা বিশ্ববিদ্যালয়