পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকায় অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও শীত বস্ত্র প্রদান করা হয়েছে। আজ রোববার সকালে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম বায়জিদ হোসেন প্রদান করা হয়।
এছাড়া পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম বায়জিদ হোসেন এর ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ১০হাজার টাকা মোট ৬০ হাজার টাকা প্রদান করেন।
এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে শীত বস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়।
পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান
Categories: টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ