পিরোজপুরে সরকারি টেকনিক্যাল স্কুলের সুবর্ণ জয়ন্তী পালিত


পিরোজপুরে সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে নানা আয়োজনের মধ্যদিয়ে সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। শনিবার দিনব্যাপি কলেজ মিলনায়তনে কলেজের আয়োজনে সুবর্ণ জয়ন্তী পালিত হয়।

এ উপলক্ষে আজ শনিবার সকালে কলেজ চত্তর থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক।


সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোকেশনাল শাখার পরিচালক মোঃ আককাস আলী সেখ, কারিগরী শিক্ষা অধিদপ্তরের সহ-পরিচালক বিমল কুমার মিশ্র, বরিশাল কারিগরী শিক্ষা অধিদপ্তরের অ লিক কর্মকর্তা প্রকৌশলী রুহুল আমিন, জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, গণপূর্ত মন্ত্রীর একান্ত সচিব গৌতম রায় চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর অবিনাশ চন্দ্র মন্ডল। সভা শেষে বীরমুক্তিযোদ্ধা ও কলেজের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Categories: শিক্ষাবার্তা

ব্রেকিং নিউজ