নাজিরপুরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


দলীয় কোন্দল নিরসন ও সম্মেলন সফল করার লক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাজিরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মোসাররফ হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এ কে এম এ আউয়াল। সভায় প্রধন বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য অমূল্য রঞ্জল হালদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস,পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম মন্টু সিকদার, জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তফা সিকদার সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর শততম দিবস মুজিববর্ষে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তৃর্নমূল থেকে আওয়ামীলীগের দলীয় কোন্দল নিরাসন করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী ও দেশের উন্নয়ন গতিশীল করার জন্য আওয়ামীলীগের সকল নেতা-কর্মীদের একসাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।


Categories: রাজনীতি

ব্রেকিং নিউজ