পিরোজপুরে আদালত চত্তরে পুলিশের তল্লাশি : বিচার প্রার্থীদের হয়রানি


পিরোজপুরে জেলা ও দায়রা জজ আদালত এর গেটে পুলিশি তৎপরতায় বিচার-প্রার্থীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সোমবার ( ২ মার্চ ) সকাল থেকে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত এর গেটে অতিরিক্ত পুলিশি তল্লাশির কারনে আদালতে আসা সাধারণ মানুষদের ভোগান্তির ঘটনা ঘটেছে। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম বেলায়েত হোসেন জানান, প্রতিদিনের থেকে আজকে আদালত চত্বর ছিলো অনেকটা আলাদা আজকে অনেক বেশি পুলিশ ছিলো তবে সব সময় এ রকম ঘটনা দেখা যায় না। অতিরিক্ত তল্লাশির কারনে আদালতে আসা অনেক সাধারণ মানুষ হয়রানির অভিযোগ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিচার প্রার্থী অভিযোগ করে জানান, জজ কোর্টে এক উকিলের সাথে দেখা করতে জজ কোর্টের ভিতরে যাইতে চাইলে পুলিশ তাতে বাধা দেয় এবং তাকে তল্রাশী করে । এরপর তার সাথ কি না পেয়েও তাকে জজ কোর্টের  ভিতরে ঢুকতে দেয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষেই আজকে আদালত চত্বরে পুলিশি তল্লাশি চালানো হয়েছে। কাউকে হয়রানি করার লক্ষ্যে নয় শুধু মাত্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরনের লক্ষেই এ তল্লাশি করা হয়েছে।



Categories: জাতীয়,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ