পিরোজপুরে করোনা সংক্রমন প্রতিরোধে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শহরের মাছিমপুর এলাকায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে নিজস্ব অফিস মিলানায়তনে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে এ আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদার, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য, কনসালটেন্ট ফিজিও ডা. সংগ্রাম কান্তি কুন্ডসহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আর্থিক ও খাদ্য সহায়তা পেয়ে মাছিমপুর এলাকার প্রতিবন্ধি ব্যাক্তি মোঃ ইউসুফ ঘরামী বলেন, আমি এই আর্থিক ও খাদ্য সহায়তা পেয়ে অনেক খুশি হইছি। আল্লাহ্ যেন সরকাররে এইরহম ভাবে মোগো সাহায্য করার ক্ষমতা আরো দেয়।
পিরোজপুরে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তিদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান
Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ