পিরোজপুরে বাড়ি বাড়ি গিয়ে “ঈদ উপহার” সামগ্রী পৌছে দিচ্ছে জেলা ছাত্রলীগ সভাপতি টিটু


“ভালোবাসার নৌকা চলে পাহাড় বাইয়া” ম্লোগানকে সামনে রেখে মহামারী করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে  ঈদ শুভেচ্ছাসহ সহ “সাধ্যের মধ্যে সবটুকু ভালোবাসা” পিরোজপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সহায়তায় পিরোজপুর জেলা ছাত্রলীগ সভাপতি মো: জাহিদুল ইসলাম টিটুর পারিবারিক অর্থায়নে চতুর্থ বারের মতো ৫০০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌছে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, সেমাই, নুডুলস, চিনি, বাদাম, কিসমিস ও  মুড়ি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান পিরোজপুর জেলা ছাত্রলীগ সভাপতি মো: জাহিদুল ইসলাম টিটু। করোনা মহামারির ফলে পিরোজপুর জেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে আসছে। নিজস্ব ফর্মুলায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে কয়েক হাজার মানুষের মাঝে বিতরন করেন এসময় মাস্ক সাবান ও বিতরণ করেন। ২য় দফায় ৫০০ পরিবারের মাঝে চাল ডাল তেল আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করেন ৩য় ধাপে ১০০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করেন। ৪র্থ ধাপে ১০০০ মানুষের মাঝে ইফতার বিতরন করেন। কৃষকের পাশে দাড়িয়ে ধান কেটে বাড়ি পৈাছে দেন। মানবতার ফ্রী সবজি বাজার নামে মানুষের ঘরে ঘরে বিভিন্ন রকমের সবজি পৌছে দেন।
বন্ধ মসজিদ খুলে দেওয়ায় মুসল্লীরা যাতে স্বাস্থ্য বিধি মেনে ইবাদত পালন করতে পারে সেজন্য শহরের ১৩ টি মসজিদ পরিস্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করে সবান হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা ছাত্রলীগ। অসহায় কৃষকের জমি তৈরি করে সার বীজ বিতরণ করে দেন। যা পরবর্তীতে প্রতিটি উপজেলায় চলমান থাকে এখোনো চলছে।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ

ব্রেকিং নিউজ