পিরোজপুরে ৭ হাজার মৎস্য ঘের-পুকুর প্লাবিত : ৪০০ কোটি টাকার ক্ষতি

 

সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে পিরোজপুরে সাত হাজার মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এতে প্রায় পৌনে ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলার সাতটি উপজেলার অধিকাংশ মৎস্য ঘের ভেসে গেছে।  বৃহস্পতিবার সকালে এতথ্য জানান পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী।

তিনি জানান, জেলার ৩৯ হাজার ১৩৮টি মৎস্য ঘেরের মধ্যে ৬ হাজার ৭৫৫টি প্লাবিত হয়েছে। তবে স্থানীয়ভাবে এ সংখ্যা প্রায় দেড় গুণ বলে জেলার বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে।


জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার ৬৫টি, নাজিরপুরে ৪ হাজার ৪৫০টি, মঠবাড়িয়ার ২৩৫টি, কাউখালীতে ২৮০টি, ভাণ্ডারিয়ায় ৩৫০টি, ইন্দুরকানী ৫২৫টি, নেছারাবাদ উপজেলায় ৭৫টি মৎস্য ঘের ভেসে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, ক্ষতির সঠিক পরিমাণ এখানো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রায় ৩৭৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পিরোজপুর পৌর শহরের শিকারপুর এলাকার তানভীর আহমেদ জানান জানান, আম্পানের প্রভাবে ভারী বৃষ্টিতে বুধবার রাতে তার পুকুরের প্রায় লক্ষাধীক টাকার মাছ ভেসে গেছে।

পিরোজপুর জেলা প্রশাসক  আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, জেলার বিভিন্ন উপজেলায়  মৎস্য খামারের ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে।

 


Categories: বরিশাল বিভাগ,সারাদেশ

ব্রেকিং নিউজ