“খাদ্য যাবে সবার ঘরে ঘরে, কেউ থাকবে না অনাহারে” শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস প্রকোপকালীন সময়ে নিজস্ব তহবিল থেকে ২য় ধাপে পিরোজপুরের লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক। আজ শুক্রবার বিকেল তিনটায় পিরোজপুর টাউন ক্লাব মাঠ প্রাঙ্গনে ৫ হাজার লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ খাদ্য সামগ্রী উপস্থিত থেকে বিতরন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইতরিজা হাসান রাজু প্রমুখ।
জেলা ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, করোনা প্রকোপকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাড়াঁনোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক তার নিজস্ব তহবিল থেকে ২য় ধাপে পিরোজপুরের লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন।
পিরোজপুরে লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খাদ্য সহায়তা দিয়েছেন পৌর মেয়র হাবিবুর রহমান মালেক
Categories: বরিশাল বিভাগ,সারাদেশ