“খাদ্য যাবে সবার ঘরে ঘরে, কেউ থাকবে না অনাহারে” শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস প্রকোপকালীন সময়ে নিজস্ব তহবিল থেকে পিরোজপুরের দূর্গাপুর ইউনিয়নের ৪শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক। আজ শুক্রবার সকালে দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সকল ওয়ার্ডের ৪ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হাওলাদার, দূর্গাপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকবর আলী, দূর্গাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো: ইমাম, ওয়ার্ড যুবলীগের মহিদুল ইসলাম।
দূর্গাপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকবর আলী জানান, করোনা প্রকোপকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাড়াঁনোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক তার নিজস্ব তহবিল থেকে দূর্গাপুর ইউনিয়নের ৪শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন।
পিরোজপুরের দূর্গাপুর ইউনিয়নে খাদ্য সহায়তা দিয়েছেন পৌর মেয়র হাবিবুর রহমান মালেক
Categories: বরিশাল বিভাগ,সারাদেশ