পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে পিরোজপুরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন পরিবার, দু:স্থ মানুষ ও শিশুদের মাঝে “ঈদ উপহার ” বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের পুরাতন সিডি অফিসের দ্বিতীয় তলায় জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর ইয়ূথ সোসাইটির সহযোগীতায় প্রধান অতিথি হিসেবে এ “ঈদ উপহার” বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। “ঈদ উপহার” হিসেবে প্রায় শতাধিক পবিরারের মাঝে সেমাই, চিনি, তেল, চাল, সুজি, মসল্লা সহ খাদ্য সামগ্রী ও দু:স্থ নারী-পুরুষদের মাঝে শাড়ি-লুঙ্গী এবং শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মফিজুর রহমান, উদীচীর সাধারন সম্পাদক খালিদ আবু, পিরোজপুর ইয়ুথ সোসাইটির চিফ কো- অর্ডিনেটর মো: হাসিবুল ইসলাম হাসান সহ পিরোজপুর ইয়ুথ সোসাইটি সদস্য বৃন্দ ।
পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে “ঈদ উপহার” বিতরণ
Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ