পবিত্র ঈদুল ফিতেরকে সামনে রেখে আউয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এ এম আউয়ালের ব্যক্তিগত উদ্যোগে শংকরপাশা ইউনিয়ন ও শারিকতলা ইউনিয়ন এ করোনা প্রভাবে কর্মহীন ৩০০০ পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী “ঈদ উপহার” বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধঅরণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের মল্লিক স্বপন, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জাকির হোসেন খান, শারিকতলা ডুমুরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু মোল্লা, জেলা ছাত্রলীগ নেতা শামছুল হক রাসেল, সাব্বির আহমেদ, সাব্বির হোসাইন সহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের সদস্যগণ। এ সময় তারা জানান, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পিরোজপুরে আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার পরিবারের মাঝে “ঈদ উপহার”
Categories: বরিশাল বিভাগ