পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স (কভার) কর্মসূচির আওতায় বহুমুখী নগদ অর্থ প্রদান

ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপির আওতাভূক্ত কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স (কভার) কর্মসূচির আওতায় ১০ জন উপকারভোগীকে বহুমুখী নগদ অর্থ প্রদান করা হয় ।এই সংকট কালিন সময়ে তারা যেন এটা ব্যবহার করে তাদের জীবন জিবিকা চলমান রাখতে পারে। উপ¯িথত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার-বশির আহমেদ, ইউ এন ডি সি সভাপতি-হুমায়ন কবির, ইউ এন ডি সি সম্পাদক-প্রবীর চক্রবর্তী, ভারপ্রাপ্ত এ পি ব্যব¯থাপক- রাফায়েল রায়, প্রোগ্রাম অফিসার- পলিন সরদার, স্পনসরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার- ক্যারল সুশ্রী।


Categories: বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ