শ্রীরামকাঠী বন্দর কল্যাণ সমিতির নতুন কার্য নির্বাহী কমিটি গঠন : কৃষ্ণকান্ত সভাপতি-সবুজ সম্পাদক

নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামকাঠী বন্দর কল্যাণ সমিতির নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সমিতির এক জরুরী সভায় বীরমুক্তিযোদ্ধা বাবু কৃষ্ণকান্ত মজুমদারকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: আরিফুর রহমান সবুজ কে সাধরাণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শ্রীরামকাঠী বন্দর কল্যাণ সমিতির কমিটি ঘোষনা করা হয়। মঙ্গলবার বিকেলে শ্রীরামকাঠী বন্দরে অনুষ্ঠিত এ জরুরী সভায় শ্রীরামকাঠী বন্দর কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন গাজী, শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রীরামকাঠী বন্দরের প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে অন্যান্যেরা হলো সহ-সভাপতি শেখ ওয়াহেদ হোসেন,সহ-সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী বাবুল , সহ-সভাপতি সমর সাহা, সহ-সভাপতি মফিজুর রহমান খান টিটু, সহ-সভাপতি দিপক বেপারী, সহ-সভাপতি নিজাম উদ্দিন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মৃর্ধা, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন দাস, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ন কর্মকার, দপ্তর সম্পাদক মো: দেলোয়ার হোসেন খান, প্রচার সম্পাদক সুবীর হালদার, উপ- প্রচার সম্পাদক অনিমেশ কর্মকার, অর্থ বিষয়ক সম্পাদক সঞ্জু সাহা, আপ্যায়ণ সম্পাদক সুমন সাহা, উপ-আপ্যায়ণ সম্পাদক লিটন শেখ, সম্মানীত সদস্য খোকন মন্ডল , গোপাল কর্মকার, সুদেব মিত্র, মো: শহীদ খান, মো: মহিউদ্দিন শেখ, মো: বাবুল শেখ, মো: মাসুদ হাওলাদার, বিপুল বেপারী, পরিমল পাল, সুবীর বেপারী, তপন সিকদার , কিশোর কুমার মন্ডল ও উত্তম বণিক।
এদিকে শ্রীরামকাঠী বন্দর কল্যাণ সমিতির নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর জেলা ও নাজিরপুর উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ।


Categories: জাতীয়,বরিশাল বিভাগ,সারাদেশ

ব্রেকিং নিউজ