শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ওষুধ চুরি করে ধরা পড়লেন এক সিনিয়র স্টাফ নার্স।
সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল গেটের সামনে থেকে ওষুধসহ ওই নার্সকে আটক করে সিটি এনএসআই।
জানা গেছে, বার্ন ইউনিটের রোগীদের বিনামূল্যে প্রদানের জন্য দেওয়া ওষুধ চুরি করে দীর্ঘদিন ধরেই খোলা বাজারে বিক্রি করে আসছিল একটি চক্র। এদের ধরতে বেশকিছু দিন ধরেই চেষ্টা চালিয়ে আসছিল সিটি এনএসআই। আজ গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল গেটের সামনে থেকে আটক করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সিনিয়র নার্স তপন কুমার বিশ্বাসকে। তার কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ওষুধ উদ্ধার করা হয়। এ ওষুধগুলো বার্ন ইনস্টিটিউটের রোগীদের বিনামূল্যে সরবরাহের কথা ছিল।
সূত্র জানায়, আটক নার্সকে জিজ্ঞাসাবাদ শেষে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।