এবার করোনায় হানা দিয়েছে কলকাতার জনপ্রিয় নায়ক রঞ্জিত মল্লিকের পরিবারে। অভিনেত্রী কোয়েল মল্লিক ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এক টুইটে কোয়েল মল্লিক নিজেই এই খবর জানিয়েছেন। তার বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক, মা, এবং স্বামী নিসপাল সিংহ রানেও করোনায় আক্রান্ত হয়েছেন।
টুইটারে কোয়েল মল্লিক লিখেছেন, ‘মা, বাবা, রানে এবং আমি কোভিড ১৯ টেস্টে পজিটিভ …… সেল্ফ কোয়ারেন্টাইনে।’
মল্লিক পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই করোনার উপসর্গ দেখা গিয়েছিল তাদের মধ্যে। হাল্কা জ্বর ও শ্বাসকষ্ট ছিল। পরীক্ষার জন্য তাদের লালরসের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে।