পিরোজপুরে আত্মসমর্থনকারী মাদক ব্যবসায়ীদের মাঝে ঈদ উপহার বিতরণ

পিরোজপুরে আত্মসমর্থনকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর থানার আয়োজনে সদর থানা মিলনায়তেন আয়োজিত এক অনুষ্ঠানে আত্মসমর্থনকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল।
পিরোজপুর সদর উপজেলার ৩২ জন আত্মসমর্থনকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে এ জেলাকে মাদকমুক্ত করার জন্য পুলিশ দিন-রাত সমান ভাবে কাজ করে যাচ্ছে। তাই যারা মাদকের অন্ধকার কালো পথ থেকে মুক্ত হয়ে আত্মসমর্থন করে আলোর পথে আসছে তাদের সহযোগীতার জন্য পুলিশ সব সময় তাদের পাশে থাকবে।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ