পিরোজপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের মানববন্ধন


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ পূজা পরিষদের সাধারন সম্পাদক নির্মল চ্যাটার্জীর সহোদর মাগুরা জেলার মোহাম্মদপুর নিবাসী বাবুল চ্যাটার্জীর উপর হামলার তিব্র নিন্দা ও শাস্তির দাবীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে শহরের টাউন ক্লাব রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি হিমাদ্রী শেখর মন্ডল এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সাধারন সম্পাদক গোপাল চন্দ্র বসু, যুগ্ম সাধারন সম্পাদক চন্দ্র শেখর হালদার,তপন কুমার বল, সহ কোষাধক্ষ্য আশুতোষ বড়াল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক দিলীপ কুমার মাঝী,কোষাধক্ষ্য দিপঙ্কর মাতা মিন্টু, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধীর রঞ্জন পাল গোপাল, সাধারন সম্পাদক নির্মল চ্যাটার্জী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি শুভদ্বীপ শিকদার শুভ, সহ-সভাপতি অমিত বিশ^াস, সাধারন সম্পাদক জয়দেব চক্রবর্তী সহ জেলা পূজা উদযাপন পরিষদ,জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন বাবুল চ্যাটার্জীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় যুব ঐক্য পরিষদ আরও কঠোর কর্মোসূচী দিবে।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ