স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ সংক্রমণের কারণে এলাকায় হত দরিদ্র পরিবারের জীবন মান উন্নয়নের লক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপির পক্ষ থেকে ২য় ধাপে উপকারভোগীদের মাঝে মোবাইল মানি-ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন পিরোজপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি’র এপি ম্যানেজার সেবাষ্টিন আরেং, প্রোগ্রাম অফিসার রাফায়েল রায়, পলিন সরদার, এলিচ মন্ডল, সহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও ইউএনডিসি ও ভিডিসি কমিটির সদস্যবৃন্দ। প্রধান অতিথি অর্থ প্রাপ্তদের উদ্দেশ্য করে বলেন, করোনাকালীন এই সময়ে সবাই সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রাপ্ত অর্থ সঠিক কাজে ব্যবহার করে জীবনমান উন্নয়নের জন্য কাজ করবেন।
পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ
Categories: বরিশাল বিভাগ