প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি

গত ৪ সেপ্টেম্বর ২০২০ তারিখ দৈনিক যুগান্তর পত্রিকা এবং যুগান্তর অনলাইন ভার্সনে ১৮ পৃষ্ঠার ৫ কলামে কর্মকর্তার বিরুদ্ধে কমিশন বানিজ্য শিরনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, আমি স্বপ্না রানী মৃধা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী এল এস ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে কর্মরত আছি এবং সুনামের সহিত আমি আমার দায়িত্ব পালন করে আসছি। আমার এবং আমার স্বামী হিমাদ্রী শেখর মন্ডলের সুনাম এবং ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে সাংবাদিকের কাছে মিথ্যা অভিযোগ দেওয়ায় সংবাদ প্রকাশিত হয় যাহা সম্পূর্ন ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। তবে কিছুদিন পূর্বে মেসার্স সেতু ট্রেডার্স এর সত্বাধিকারী জনাব হান্নান মৃধা নামে একজন সরকারী তালিকাভুক্ত মিলার ( মিল মালিক) নিম্ন মানের চাল গুদামে দেয়ার উদ্দেশ্যে নিয়ে আসেলে আমি তা নিতে অস্বীকৃতি জানালে আমার উপর ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে বলে সাংবাদিক দিয়ে দেখিয়ে দিব এবং চাকরী কিভাবে কর তা ও দেখে নিব। পরবর্তীতে দৈনিক যুগান্তরের সাংবাদিক লাহেল মাহমুদ ( নাজিরপুর প্রতিনিধি) অর্থের বিনিময়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট নিউজ ছাপায়, যাহা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। উল্লেখ্য অভিযোগকারী ফারুক হাওলাদার ও হাফিজুর রহমান মিল মালিক হান্নান মৃধারই ঘনিষ্ট ও সহযোগী। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ধন্যবাদান্তে…

স্বপ্না রানী মৃধা


ভারপ্রাপ্ত কর্মকর্তা

শ্রীরামকাঠী এল এস ডি,

নাজিরপুর,  পিরোজপুর।


Categories: টপ নিউজ,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ