পিরোজপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও তার স্ত্রী’র রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থণা


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও তাঁর সহধর্মীনী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হওয়ায় তাদের আশু রোগমুক্তি কামনায় পিরোজপুরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কালিমন্দির সহ শহরের বিভিন্ন মন্দিরে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, পিরোজপুর শাখার আয়োজনে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন সিকদারের নেতৃত্বে এ বিশেষ প্রার্থনায় সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও তাঁর সহধর্মীনী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হওয়ায় তাদের আশু রোগমুক্তি কামনা করা হয়।


Categories: টপ নিউজ,বরিশাল বিভাগ,রাজনীতি,সারাদেশ

ব্রেকিং নিউজ