ঢাকায় ভোট কেন্দ্রে অনিয়ম ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দদের নামে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে ছাত্রদলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শুরু হতে পুলিশে বাধায় তা পন্ড হয়ে যায়। পরে বিএনপির কার্যালয়ের সামনে সরকারি সোহরাওয়ার্র্দী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক নাদিম শেখের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মো : মাহমুদ হাসান শাহিন সাবেক আহবায়ক পৌর ছাত্রদল, মোঃমেহেদি হাসানসদর থানা ছাত্রদল, মোঃরেহান রাজু সাবেক সদস্য সচিব সদর থানা ছাত্রদল, মোঃজাকারিয়া হাওলাদার জেলা ছাত্রদল নেতা, মোঃআলাউদ্দিন হাওলাদার সাবেক সদস্য সচিব পৌর ছাত্রদ, মোঃশুভ হাওলাদার সাবেক সদস্য সচিব কলেজ ছাত্রদল, মোঃরিয়াজ মাতুব্বর সাবেক সিঃ যুগ্ম আহবায়ক কলেজ ছাত্রদল, মোঃ সজল সিকদার সাবেক সিঃ যুগ্ম আহবায়ক পৌর ছাত্রদল, মোঃ রানা মল্লিক সাবেক যুগ্ম আহবায়ক কলেজ ছাত্রদল, মোঃ রাফি সিকদার মুন্না সাবেক যুগ্ম আহবায়ক কলেজ ছাত্রদল, মোঃ জুয়েল সাবেক যুগ্মআহবায়ক থানা ছাত্রদল,মোঃ বেল্লাল সাবেক যুগ্ম আহবায়ক পৌর ছাত্রদল, মোঃ রহিম রেজা সাবেক যুগ্ম আহবায়ক থানা ছাত্রদল, মোঃ ইফতেখার আহমেদ অপু জেলা ছাত্রদল,মোঃ মাসুদুর রহমান মুন্নাকলেজ ছাত্রদল।
পিরোজপুরে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা
Categories: টপ নিউজ,বরিশাল বিভাগ,রাজনীতি,সারাদেশ,স্বাস্থ্যপাতা