স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক অপশক্তির অপকর্মের বিরুদ্ধে আগামী ২৯ নভেম্বর ২০২০ইং, রবিবার সকাল ১১ঃ০০ টা হতে ১২ঃ০০ টা পর্যন্ত সকল জেলা, মহানগর ও বিভাগীয় শহরে সংগঠনের ব্যানারে মৌলবাদী, জঙ্গি, ধর্ম ব্যবসায়ী ও অপব্যাখ্যাকারী এবং ফতোয়াবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালনের জন্য প্রতিটি জেলা / মহানগর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের প্রতি সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক অাফজালুর রহমান বাবু’র নির্দেশক্রমে বিশেষ ভাবে অাহবান জানান। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক অাজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু’র ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
Categories: জাতীয়,টপ নিউজ,ব্রেকিং নিউজ,রাজনীতি