স্টাফ রিপোর্টার : পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা ও জঙ্গীবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে জেলা যুবমহিলালীগের আয়োজনে টাউন ক্লাব রোডে এক মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ বের হয়। বিক্ষোভটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাবে মিলিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবমহিলালীগের সভাপতি মুনিরা আক্তার এনি, সহ-সভাপতি রীনা বেগম, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা মুন্নি, উপ প্রচার সম্পাদক শামিমা সুলতানা রোজী, ৩নং ওয়ার্ড সভাপতি ঝুমুর আক্তার, ৪নং ওয়ার্ড সভাপতি সায়মা আক্তার, ২নং ওয়ার্ড সভাপতি শিবানী দেবনাথসহ আরো অনেকে। এসময় জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড যুবমহিলালীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভাস্কর্য আর মূর্তি এক না। ভাস্কর্য শ্রদ্ধার প্রতীক, মূর্তি পূজার প্রতীক। যে সকল মহান মানুষরা তাদের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের শ্রদ্ধার প্রতীক হিসেবে আমরা ভাস্কর্য নির্মাণ করি। জঙ্গীবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তি মিলে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তা পিরোজপুর জেলা যুবমহিলালীগ প্রতিহত করবে।
জঙ্গীবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পিরোজপুরে যুবমহিলালীগের মানববন্ধন ও বিক্ষোভ
Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,রাজনীতি