স্টাফ রিপোর্টার : মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুর সদর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য চালু হওয়া সার্ভিস ডেক্স এর মান উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন। এতে ওয়ার্ল্ড ভিশন, মহিলা পরিষদ, সরকারি শিশু পরিবার এবং সমাজসেবা অধিদপ্তরের নেতৃবৃন্দ অংশ নেয়। এ সময় পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, সুফিয়া কামাল নারী সংঘের সহ- সাধারণ সম্পাদক অর্পনা হালদার, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মোঃ জাকির হোসেন, জেলা শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক শাবানা খানম, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি পলিন সরদার, মৃদুলা সরকার, সাপোর্ট এর পক্ষে তামান্না প্রমুখ। এ সময় বক্তারা চালুকৃত এ সার্ভিস ডেক্সটির মান উন্নয়নে বিভিন্ন ধরণের পরামর্শ ও মতামত প্রকাশ করেন। এ ডেক্স থেকে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের আলাদাভাবে বিশেষ সেবা প্রদান করা হয়।