মহান বিজয় দিবস ও পিরোজপুর মুক্ত দিবস উদ্ যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস ও পিরোজপুর মুক্ত দিবস-২০২০ উদ্ যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, বাসস জেলা প্রতিনিধি গৌতম চৌধুরী সহ নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় কোভিড-১৯ এর কারণে মহান বিজয় দিবস ও পিরোজপুর মুক্ত দিবস-২০২০ উদ্ যাপন সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সরকারি নিদের্শনা মেনে সকল অনুষ্ঠানের আয়োজনে করা হবে বলে জানানো হয়।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ

ব্রেকিং নিউজ