পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১ শতাব্দী ১ যুগ পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী-২০২১ আয়োজনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক এবং বিদ্যালয ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মাঝি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খাইরুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পুনমিলনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বছরব্যাপী নেয়া বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, পুনমিলনী-২০২১ আয়োজনের লক্ষে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্ররা গত কয়েক বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
পুনর্মিলনীর বিস্তরিত জানতে ভিজিট করুন : www.pghsreunion2021.com