পিরোজপুরে কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের ১ বছর পূর্তি উদযাপন


স্টাফ রিপোর্টার : পিরোজপুর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের ১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন পিরোজপুরের জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আবু আলী মো: সাজ্জাদ হোসেন।
সভায় কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মিয়া মো: কাদিরুল মুকতাদিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, পরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটবৃন্দ প্রমুখ।
এ সময় পিরোজপুরে কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন পরোজপুরের জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আবু আলী মো: সাজ্জাদ হোসেন। পরে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ