৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে মুক্ত দিবসের স্মৃতিচারণমূলক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব কমপ্লেক্স ভবনের ছাদে অনুষ্ঠিত অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ সময় পিরোজপুর মুক্ত দিবস এবং মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
আড্ডা অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিযুষ কুমার চৌধুরী, পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল, জেলা ক্রীড়া সংস্থা ও পিরোজপুর শেরেবাংলা পাবলিক লাইব্রেরীর সম্পাদক গোলাম মাওলা নকীবসহ পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।