স্টাফ রিপোর্টার : আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মালেক এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের আয়োজনে ৭৪নং মধ্য নামাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মো: নুরুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ফারুক শেখ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মন্নান ফকির, দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম চান, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান শেখ বাদলসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক শেখ তরিকুল ইসলাম রাজীব।
পিরোজপুরে মেয়রের সমর্থনে ৬নং ওয়ার্ডে মতবিনিময় সভা
Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ